২৬ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৩

কোটচাঁদপুরে বসত বাড়ি থেকে ২৪৮ রাউন্ড গুলি উদ্ধার

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

কোটচাঁদপুরে বসত বাড়ি থেকে ২৪৮ রাউন্ড গুলি উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ পৌর এলাকার সলেমানপুর দাশ পাড়ার একটি বাড়ি থেকে ২৪৮ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে। 

রবিবার রাতে বিষয়টি জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিনের ছেলে উজ্জ্বল (৪০) এর বাড়ি থেকে গুলি উদ্ধার করে থানাতে রাখা হয়। এরপর বিভিন্ন রকম তদন্ত করতে থাকি। খোঁজ নিয়ে জানা যায়, কিছু দিন আগে নিজেদের জমিতে চাষাবাদ করতে গিয়ে মরিচা পড়া পরিত্যক্ত গুলি দেখতে পায়। ওই সময় গুলি গুলো নিজ বাড়িতে নিয়ে রাখে। ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালিন সময় মুক্তিযোদ্ধারা ওই স্থানে গুলিগুলো মজুদ করে রাখছিলেন। তবে এখানে আরো আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ থাকতে পারে বলে এমন আশংকায় রবিবার বিকালে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে ও অনুসন্ধান চালায়। 

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মীর্জা শরিফ জানান, এখানে মেটাল জাতীয় কিছু থাকতে পারে। রবিবার রাত ৮ টার দিকে অনুসন্ধান কাজ স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে পুনরায় ওই স্থানে অনুসন্ধানের কাজ শুরু করা হবে। বর্তমানে স্থানীয় থানা পুলিশ ওই স্থানটিকে ঘিরে রেখেছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর