সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলেমদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ। ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার বদরুল আলম চৌধুরী শিপুর পরিচালনায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের মাস্টার ট্রেইনার মো. মামুনুর রশীদ।
ইমামদের পক্ষে বক্তব্য দেন মো. গোলাম মোস্তফা ও মো. বাহার উদ্দিন।আলোচনার এক পর্যায়ে উপস্থিত আলেমদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, করোনাভাইরাস, প্রাকৃতিক বিপর্যয়, অবৈধ স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, জনসংখ্যা বৃদ্ধিসহ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়। এতে অংশ নেন উপজেলার ৮ ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আল আমীন