১৫ অক্টোবর, ২০২১ ১৯:১৩

শরীয়তপুরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ দুর্গাপূজা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ দুর্গাপূজা

শরীয়তপুরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বিদের প্রধান উৎসব দুর্গাপূজা। শুক্রবার বিকাল ৫টা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে জেলা সদরের চিকন্দি পুকুরে বিসর্জন দেয়া হয়।  

শরীয়তপুর শহরে বিসর্জনের আগে সনাতন ধর্মাবলম্বিরা নেচে গেয়ে তাদের ধর্মকার্য সম্পন্ন করে। সনাতন ধর্মালম্বীরা দুপুরে নাচ, গান, সিঁদুর খেলা, বিজয়ার শোভাযাত্রা ও বিকাল থেকে সন্ধ্যায় বিসর্জন দেয় প্রতিমাগুলো। সময় তাদের মধ্যে ব্যাপক আনন্দ প্রকাশ করতে দেখা যায়। মন্দিরে মন্ডপে ছিল ভক্তদের প্রচুর ভিড়, এই ভিড়ের মধ্যেই একে অপরের সাথে তারা সিঁদুরে রাঙিয়ে যায়। জেলা শহরের কীর্তিনাশা নদীতে বিভিন্ন এলাকার মন্দির ও মন্ডপের প্রতিমাগুলো বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন দেয়। গান বাজিয়ে নাচতে নাচতে ভক্তরা প্রতিমাগুলো বিসর্জন দিতে যায়। 

বিসর্জনে হিন্দু ধর্মালম্বী নারী-পুরুষ ট্রাকে, ভ্যানে, করে নাচতে নাচতে গাইতে গাইতে প্রতিমা নিয়ে যায়। সেখানে প্রায় অর্ধশতাধিক প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়। এছাড়া কীর্তিনাশা নদীতে এলাকায় প্রতিমা বিসর্জন দেয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর