১৫ অক্টোবর, ২০২১ ২১:৪৬

শিকদারবাড়ী দুর্গা মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারি হাই কমিশনার

বাগেরহাট প্রতিনিধি

শিকদারবাড়ী দুর্গা মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারি হাই কমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার রাজেশ কুমার রায়না বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিকদার বাড়ী দুর্গা মন্দির পরির্দশন করেছেন। বৃহস্পতিবার রাত ১০টায় মন্দির পরিদর্শনকালে তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সহধর্মিনী এবং দূতাবাসের উচ্চ পদাস্ত কর্মকর্তাবৃন্দ। 

এসময় শিকদারবাড়ীর পক্ষ হতে অতিথিদেরকে প্রথমে উলুর ধ্বনি ও শঙ্খ বাজিয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর রাজেশ কুমার রায়না ঐতিহ্যবাহী শিকদারবাড়ী দুর্গা মন্দিরে গিয়ে দেবী দুর্গাকে প্রণাম করেন। 

পরে ভারতীয় সহকারী হাই-কমিশনার শিকদারবাড়ী চত্তরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও দুর্গা পূজার সার্বিক পরিস্থিত দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিকদারবাড়ীর সন্তান শিশির শিকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ সংবাদকর্মীরা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর