সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিয়াউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জহির উদ্দিন বাবর, হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/আল আমীন