ময়মনসিংহের ফুলপুরে জাতীয় সম্পদ রক্ষার্থে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আজ রবিবার দুপুর ১টায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলমামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
এসময় ইঁদুর নিধন করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক ক্বারী ফজলুল হক আকন্দ উপস্থিত কৃষকদের সামনে ইঁদুর নিধনের বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করেন। এই মৌসুমে ২০ হাজার ইঁদুর নিধনের টার্গেট নিয়ে এ পর্যন্ত তিনি ৩০০ ইঁদুর নিধন করেছেন বলে জানান।
বিডি প্রতিদিন/আল আমীন