কুড়িগ্রামের উলিপুরের কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উলিপুর উপজেলার কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে ২ নং দলদলিয়া ইউনিয়ন শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক এস এম ওমর ফারুক। অনুষ্ঠানে এডভোকেট কামরুজ্জামান রানা মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফুল বারী অলি ওসমানী।
এ সময় অন্যদের মধ্যে জেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর কবির, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে সম্মেলনের পররবর্তী অধিবেশনে এডভোকেট কামরুজ্জামান রানা মুন্সীকে সভাপতি ও আবু সাইয়েদ মালদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন