লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোটরসাইকেলে লালমনিরহাট যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
আজ দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর জুম্মারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজিজুল ইসলাম। তিনি জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের একটি মসিজিদের মুয়াজ্জিন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় আজিজুল ইসলাম আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের মোটরসাইকেল চালক ইউসুফ আলী (৩৫) এর সাথে উপজেলার আলাউদ্দিন নগর থেকে লালমনিরহাট জেলা সদরে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ইসলামনগর জুম্মারপাড় এলাকার পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
বিডি প্রতিদিন/আল আমীন