মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা জেলার আসমানখালী মুচাইনগর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-একই এলাকার চম্পা খাতুন, সাহেরা খাতুন, রুনা খাতুন ও ভ্যান চালক সহরদ্দিন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চম্পা খাতুন বলেন, দেলোয়ার হোসেন স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য একটি ভ্যানযোগে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ইম্প্যাক্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ভ্যানে ধাক্কা দেয়।
এসময় ভ্যানসহ আমরা সকলে ছিটকে একটি গর্তে পড়ি। স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দেলোয়ারকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই