‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সরকারি শিশু পরিবার তিতাস পাড়া এলাকায় এক আলোচনা সভার আয়োজন করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। অনুষ্ঠানে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মুহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন দিপু ও শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক রওশন আরা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্ব হাত ধোয়া দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। সাধারণ মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে।
বিডি প্রতিদিন/আবু জাফর