১৭ অক্টোবর, ২০২১ ১৭:৪৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী মন্টু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী মন্টু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী রেজাউল করিম মন্টু। আজ রবিবার ছিল সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ।

উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী। রবিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে শাহজাহান আলী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রত্যাহার করায় একক প্রার্থী হয়ে যান সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, যেহেতু উপ-নির্বাচন উপলক্ষে দুই জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করলেন। সে হিসেবে নির্বাচনে কোনো প্রার্থী থাকলো না। অপর মনোনয়ন জমা প্রদানকারী রেজাউল করিম মন্টু বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুতি চলছে।

মনোনয়ন প্রত্যাহারের সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, মমতাজুর রহমান মন্ডল, আব্দুল খালেক দুলু, শাহিনূর বেগম প্রমুখ। 

শাহজাহান আলী জানান, পারিবারিক সমস্যা এবং ব্যক্তিগত শারীরিক অসুস্থতার জন্য মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। গত ১৮ আগস্ট উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহম্মদ মুনজিল আলী সরকারের মৃত্যুর পর পদটি শূন্য হয়ে যায়। গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের কথা ছিল। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর