১৭ অক্টোবর, ২০২১ ১৭:৫৯

মেহেরপুরে চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

মেহেরপুরে চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা।

মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার দুই উপজেলার নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে তারা এসব মনোনয়নপত্র জমা দেন।

গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী গুলজার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান রানা, শিয়াব আলী ও আবুল বাসার।

সাহারবাটি ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী মশিউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল ইসলাম ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সানারুল ইসলাম, বাসীরুল আজিজ বিশ্বাস, আলাউদ্দিন, বাবলু হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এস এম আমিনুল বারী, শরিফুল ইসলাম, নাজমুল হুদা বিশ্বাস, আব্দুস সাত্তার, রতন আলী, এনামুল হক মনোনয়নপত্র জমা দিয়েছে।

বামুন্দি ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী ওবায়দুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হবি ও আজিজুল হক বিশ্বসা মনোনয়নপত্র জমা দিয়েছে। মটমুড়া ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী আবুল হাশেম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া বর্তমান চেয়ারম্যান সোহেল আহম্মেদ মনোনয়নপত্র জমা দিয়েছে।

মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী রেজাউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু, শেখ মিসকিন, তোফাজ্জেল হোসেন।

মোনাখালি ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী রফিকুল ইসলাম গাইন মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছে বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ। দারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী মো. মুস্তাকিম মনোনয়নপত্র জমা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছে মুজিবনগর উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন নাবুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম  সাধারণ সম্পাদক এস এ এম মাহাবুব আলম রবি, আবুল কাশেম, বিএনপি নেতা নুরুল ইসলাম বাবলু।

বাগোয়ান আওয়ামী লীগের পদপ্রার্থী কুতুব উদ্দীন মল্লিক মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন, শায়েস্তা খান ও জিল্লুর রহমান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর