বগুড়া ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জেলা ডিবি পুলিশ বলছে, গ্রেফতারকৃত ব্যক্তি সিরাজগঞ্জ জেলা সদরের দত্তবাড়ি বিএ কলেজ রোডের বাসিন্দা মৃত আক্কেল আলী ওরফে আব্দুল শেখের পুত্র মো. শাহা আলম (৫১) মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, রবিবার সকালে সাড়ে ৮টার সময় জেলার শেরপুর হুসনাবাদ হাজীরোড এলাকায় শাহা আলমকে মোটরসাইকেলসহ আটক করে। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় বগুড়া শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        