১৭ অক্টোবর, ২০২১ ১৮:২৫

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

দেশ বরেণ্য কথাসাহিত্যিক মুক্তিযুদ্ধের সংগঠক বাংলা একাডেমি এবং একুশে পুরস্কারপ্রাপ্ত খালেকদাদ চৌধুরী'র ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া সাধারণ গ্রন্থাগার পাঠকক্ষে আলোচনার আয়োজন করা হয়। 

এতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এছাড়াও বরেণ্য এই কথাশিল্পীর জীবন কর্ম নিয়ে আলোচনা করেছেন তার ছেলে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক ননী গোপাল সরকার, স্মরণানুষ্টানের আহবায়ক প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, আবু আব্বাস ডিগ্রি কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার ও কবি সোহরাব উদ্দিন আকন্দ প্রমুখ।  এসময় বক্তারা খালেকদাদ চৌধুরীর কর্মময় জীবনের উদাহরণ তুলে ধরে নতুন প্রজন্মকে সাহিত্যের প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর