১৮ অক্টোবর, ২০২১ ১৬:৪৫

সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন। 

এসময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন ও জেলা নির্বাচন শহিদুল ইসলামসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা নৌকা মার্কা, জাতীয় পার্টির মোক্তার হোসেনকে লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ন কবীরকে মোটরযান প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২ নভেম্বর আসনটিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। 

রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনজনই বৈধ প্রার্থী হওয়ায় তিনজনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনি জানান, গত ২ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর