বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বাগান থেকে ফেরি করে কাপড় বিক্রি করা নারী ছালমা বেগমের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ছালমা বগুড়ার ধুনট উপজেলার পার নাটাবাড়ি গ্রামের আব্দুল গফুরের মেয়ে। সোমবার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে অর্থসংকটে পড়ে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
বিডি প্রতিদিন/এএম