২০ অক্টোবর, ২০২১ ২১:২৪

চাঁদপুরে বসত ঘরে আগুন, ৬ সদস্যের তদন্ত কমিটি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বসত ঘরে আগুন, ৬ সদস্যের তদন্ত কমিটি

চাঁদপুরের ফরিদগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।  

আজ বুধবার রাত প্রায় ৩টার দিকে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পূর্ব কর্মকার বাড়ির বিরেশ্বর কর্মকারের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১টি বসতঘর, রান্নাঘর ও আসবাবপত্রসহ জরুরি কাগজপত্র পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আসার পূর্বেই আগুনে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের ঘটনা সাম্প্রদায়িক ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 

স্থানীয়রা জানান, রাতে ওই বাড়ির বিরেশ্বর কর্মকারের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে তারা ধারনা করছেন। প্রত্যক্ষদর্শী চয়ন কর্মকার জানায়, গভীর রাতে কুকুরের ডাক চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। উঠে দেখি ঘরটিতে আগুন জ্বলছে। 

৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গনি (বাবুল) পাটোয়ারী বলেন, মুক্তিযুদ্ধের সময়েও এই এলাকায় কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি। এভাবে মানুষের বসত ঘর পুড়িয়ে ফেলার ঘটনা দুঃখজনক। রামগঞ্জ পল্লী বিদ্যুতের (ডিজিএম) নূরুল আলম ভূঁইয়া বলেন, অগ্নিকান্ডের ঘটনা সর্ট সার্কিট থেকে কিনা, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

ফরিদগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হিতেশ শর্মা বলেন, যেহেতু বাড়িতে কেউ ছিল না। তাই সুযোগ সন্ধানীরা যে কেউ এই ঘটনা ঘটাতে পারে। চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি দুঃখজনক। ঘটনা সম্পর্কে জানতে তাৎক্ষনিক ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ সকালে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, ইউএনও ফরিদগঞ্জ শিউলি হরি, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,  সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর