এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের মহেশপুরের ১২ ইউনিয়নে ৫২ জন চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান।
১২টি ইউনিয়নে ইউপি সদস্য পদে ৪০৩ ও সংরক্ষিত আসনে ১২৭ জন নারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যাচায় বাছাই শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাখিল কৃত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সব প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরান জানান, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাখিল কৃত মনোনয়নের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ১২, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ২৮, জাকের পাটি চেয়ারম্যান প্রার্থী ৪, ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়ারম্যান প্রার্থী ৭ ও বাংলাদেশ সাম্যবাদী দলের চেয়ারম্যান প্রার্থী ১ জন রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        