গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিংয়ে শুক্রবার ভোর রাতে ট্রাক রেললাইনে উঠা মাত্রই ঢাকাগামী দ্রুত ট্রেনটি অতিক্রম করে। ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে ট্রেন ও ট্রাক রক্ষা পায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুত্রাপুর ইউনিয়নের ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের সামনে রেলক্রসিংয়ে শুক্রবার সকালে ট্রাক পারাপারের জন্য রেলপথে উঠা মাত্রই দ্রতগামী নীলসাগর ট্রেন অতিক্রম করে। এতে ট্রাকের সামনের বডি ক্ষতিগ্রস্ত হলেও বড় দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
রেলওয়ের কীম্যান এনামুল হক জানান, ট্রাকের ড্রাইভার রুবেল মিয়ার অসতর্কতার কারণে এ দুর্ঘটনা হয়েছে। বিষয়টি জয়দেবপুর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম