২৪ অক্টোবর, ২০২১ ১৮:৫১

মানিকগঞ্জে আনোয়ার হত্যায় ৬ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আনোয়ার হত্যায় ৬ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে আনোয়ার হোসেন হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থ দণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বিকেলে এই রায় দেন মানিকগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য। এ সময় ছয় আসামির মধ্যে দুইজন উপস্থিত ছিলেন। আসামিরা হলো হাসান, ইজু, আ. রহিম মহমুদ, মো. মনির হোসেন, আব্দুর রহিম  দারোগ আলি। এদের সকলেই হেমায়েতপুর ও সাভারে বসবাস করে।

জানা যায়, আনোয়ার হোসেন নিজের প্রাইভেটকার দিয়ে ভারায় চালনার ব্যবসা করতো। ১৯১২ সালের ১৪ জুলাই আসামিরা প্রাইভেটকার ভাড়া নেয়। পরে পরিবারের  সাথে আনোয়ারের মোবাইলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভাইয়ের খোঁজ না পেয়ে  নিহতের ভাই আতিকুল ইসলাম থানায় সাধারণ ডায়রি করেন। পরিবার থেকে আনোয়ারের মোবাইলে ফোন করলে অপরিচিত লোক ধরে বিভিন্ন ধরনের কথা বলেন । এরপর মানিকগঞ্জ সদরের অরঙ্গবাদ গ্রামে হাকিম আলীর খামারের পাশে লাশ পাওয়া যায়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর