আসন্ন রাঙামাটির কাপ্তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কাপ্তাই ৫নং ওয়ার্ডের সদস্য মো. সজিবুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন- মো. আলাউদ্দিন (৪৫), মো. সালাউদ্দিন (৫৫) ও আব্দুল জলিল।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি কাপ্তাই উপজেলার ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মো. সজিবুর রহমান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দীন পাটোয়ারী বাদলের সমর্থকদের সাথে নির্বাচনকে কেন্দ্রকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মধ্যে কে বা কারা ইউপি সদস্য মো. সজিবুর রহমান পিছন থেকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। পরে স্থানীয়রা তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক জানান, আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সজিবুর রহমানও ছিল। তার অবস্থা খুবই আশংকাজনক ছিল। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। বাকি তিন জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, নতুন বাজারে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউপি সদস্য মো সজিবুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে ৪ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বিডি প্রতিদিন/আবু জাফর