নেত্রকোনায় এই প্রথম নারীদের সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কর্নার অ্যাপ চালু করেছে। বুধবার (২৭ অক্টোরব) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাপসটির সম্পর্কে গণমাধ্যমে প্রচারের লক্ষ্যে সাংবাদিকদের সামনে এর কার্যক্রম তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এ সময় অ্যাপসটি থেকে নারীরা কিভাবে আবেদন করবেন সে বিষয়গুলো প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। শুধুমাত্র নারীদের জন্যই এই বিশেষায়িত ও বহুমাত্রিক অনলাইন ভিত্তিক প্লাটফর্ম/সফটওয়্যার তৈরি করা হয়েছে। যার মাধ্যমে জেলার যে কোনো নারী, যে কোন সময়, যে কোন স্থান হতে আবেদন করতে পারবেন। পাশাপাশি তাদের আবেদন সর্ম্পকে সাথে সাথে এস এম এসের মাধ্যেমে নিশ্চিত হতে পারবে।
এ বছরের গত ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের লক্ষ্য আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং নারীদেরকে বিশেষ সুবিধায় আনার মাধ্যমে বঙ্গমাতা উইমেন্স কর্নারের উদ্বোধন হওয়া ওয়েবসাইটটিতে পরীক্ষামূলকভাবেই এখন পর্যন্ত ১২৫৩ জন সেবাপ্রার্থী নারী আবেদন করেছেন। তার মধ্যে ৯১২ টি আবেদনই সেবা প্রদানের মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল