আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন।
প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছেন। আজ থেকে শুরু হলো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।
উলেখ্য, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান এবং বর্তমান প্রার্থী বাবুলউজ্জামান মোল্লার ২৫ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেছেন। যার কারণে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল