নেত্রকোনার হোটেল ও রেস্টুরেন্টগেুলো পচা-বাসি খাবার বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। এসব পচা-বাসি খাবার পরিবেশন বন্ধ এবং উন্নত মানের খাবার পরিবেশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে নেত্রকোনা শহরের পৌরসভার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ আইইডির সহযোগীতায় জনউদ্যোগ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিকসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পচা-বাসি খাবার বিক্রয় করার হোটেল ও রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর শহরের একটি হোটেল থেকে বিরিয়ানি খেয়ে অনন্ত ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুই সাংবাদিকের স্ত্রীসহ চারজন হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে জেলা প্রশাসন থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ওই হোটেলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বিডি প্রতিদিন/আবু জাফর