বরিশালের উজিরপুর উপজেলার ওটরা গ্রাম থেকে ১৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এই অভিযান চালায় তারা। আটককৃতরা হলো- উপজেলার হারুন অর রশীদের ছেলে মো. জাহিদুল ওরফে বাবু মুন্সি এবং একই এলাকার মোতালেব বেপারীর ছেলে শফিকুল ইসলাম বেপারী।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওটরার শফিকুল ইসলাম বেপারীর বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৮৫ পিস ইয়াবাসহ বাবু মুন্সি ও শফিক বেপারীকে আটক করেন তারা।
উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ জানান, মাদক উদ্ধারের ঘটনায় গোয়েন্দা শাখার এসআই ওবায়দুল কবির বাদী হয়ে ২ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম