নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মইনুল হক চুনুর উদ্যোগে বুধবার সকালে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এক ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কলম ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৈঠকে সরকারের উন্নয়নসহ বিগত দিনে করোনা ও বন্যায় অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের বিষয় তুলে ধরেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মুন্সি, নাজিম উদ্দিন, হাতেম আলী সরদার, যুবলীগের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রানা, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, ছাত্রলীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দুলু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ