বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের ছোটবাজার দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করে জেলা যুবদল।
আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি মুশিউর রহমান মুশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সম্পাদক সাহাব উদ্দিন রিপন, সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস, যোগাযোগ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ।
আরও বক্তব্য রাখেন যুবদল নেতা মো শামীম রেজা খান রনি ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খানসহ অন্যরা। পরে আলোচনা শেষে দলীয় কার্যালয়েই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই