বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ তলা বিশিষ্ট একটি আইসটি ভবনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বুধবার বেলা ১২টায় রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ চত্বরে নির্মিত এ ভনটির উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাধানে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ।
বিডি প্রতিদিন/এএ