ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাগজপত্রবিহীন ১৪টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এই মোটরসাইকেলগুলো আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখা থেকে আজ বুধবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) সেহাবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এলাকার চায়ের দোকানের সামনে থেকে কাগজপত্রবিহীন ১৪টি মোটরসাইকেল আটক করে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির