ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচনের জন্য ৮টি ইউনিয়নে মনোনয়ন ফরম জমার শেষ দিন ছিল গত মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত। মঙ্গলবার (২ নভেম্বর) ৮ ইউনিয়নে দায়িত্বে থাকা ৪ জন রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এ তথ্য পাওয়া যায়। ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত ৯২ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য ২৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের মনোনীত ফরম দাখিল করা প্রার্থীরা হলেন- পারিয়া ইউনিয়নে ফজলে রাব্বী রুবেল, চাড়োল ইউনিয়নের দিলীপ কুমার চ্যাটার্জী, ধনতলা ইউনিয়নের সমর চ্যাটার্জী নুপুর, বড় পলাশবাড়ি ইউনিয়নের শাহাবুদ্দিন মিয়া, দুওসুও ইউনিয়নের প্রভাষক সোহেল রানা, ভানুর ইউনিয়নের আব্দুল ওয়াহাব সরকার, আমজানখোর ইউনিয়নের মো: আকালু (ডোংগা) ও বড়বাড়ি ইউনিয়নের আলহাজ্ব আকরাম আলী।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, চাড়োল ইউনিয়নের ছাত্রলীগের লাহিড়ী আঞ্চলিক শাখার সভাপতি সম্পাদক মোশারফ হোসেন, ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, বড় পলাশবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম, দুওসুও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, ভানুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ সাদেক।
জামাত-বিএনপির থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেছেন, পারিয়া ইউনিয়নে উপজেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জিল্লুর রহমান, চাড়োল ইউনিয়নের জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূরনবী, ধনতলা ইউনিয়নে বিএনপি'র নেতা সেলিম জাবেদ, বড় পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল্লাহ আল মামুন অবাক, দুওসুও ইউনিয়নে ইউনিয়ন বিএনপি'র সভাপতি শফিকুল ইসলাম, ভানোর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক হিটলার, জামায়াত নেতা ইলিয়াস আলী, আমজানখোর ইউনিয়নের জামায়াত নেতা শেখ আইয়ুব আলী, ইউনিয়ন বিএনপি'র নেতা আইয়ুব আলী, বড়বাড়ী ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহাবুবুর রহমান ও তার ছোট ভাই ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জুলফিকার আলী।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেছেন, চাড়োল ইউনিয়নের মইন উদ্দীন, বড় পলাশবাড়ি ইউনিয়নে বাবুল আকতার, দুওসুও ইউনিয়নে মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, শফিউল আলম, আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম চৌধুরী, হুমায়ুন কবির ও ভানোর ইউনিয়নে আব্দুর রহিম।
জানা যায়, পারিয়া ইউনিয়নে চেয়ারম্যান ২ জন, সংরক্ষিত ১০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩৪ জন, চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান ৩ জন, সংরক্ষিত ১৩ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩৪ জন, ধনতলা ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, সংরক্ষিত ১০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৮ জন, বড় পলাশবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত ১৪ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩৫ জন, দুওসুও ইউনিয়নে চেয়ারম্যান ১৫ জন, সংরক্ষিত ১০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৪১ জন, ভানোর ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত ১১ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ২৯ জন, আমজানখোর ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত ৮ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩৩ জন, বড়বাড়ী ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, সংরক্ষিত ১১ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য ৩৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দুওসুও ও ভানোর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, আগামী ৪ নভেম্বর যাচাই-বাছাই এর শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ও প্রচার শুরু হবে আগামী ১২ নভেম্বর। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়নে ১ লাখ ৪৮ হাজার ১০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৬ জন।
বিডি প্রতিদিন/এএম