দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউপির কল্যানপুর গ্রামে জুয়া খেলার আসর থেকে ১৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন আব্দুল বাতেন, গোলজার হোসেন, শাহজাহান মিয়া, ফরহাদ হোসেন, ফারুক হোসেন, দুলাল হোসেন, আনিছুর রহমান, দবিরুল ইসলাম, মিজানুর রহমান, শাহাদৎ হোসেন, আব্দুর রশিদ সরকার, বুদ্ধিনাথ হাঁসদা, বেলাল হোসেন, বাচ্চু মিয়া, ভারত মার্ডি, রানা, নয়ন হোসেন, বদিউজ্জামান ও মেহেদী হাসান।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত এর সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল গফুরের পুত্র আব্দুল বাতেনের বাড়ির আঙ্গিনায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জুয়ার আসর বসার খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় জুয়া খেলার তাস ও ২০ হাজার ৭৩৫ টাকাসহ জুয়ার আসর থেকে ১৯ জনকে পুলিশ আটক করে। এ ঘটনায় থানায় মামলার পর আসামিদের আজ শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির