শেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
পরে সেখানে জাতীয় ও সমবায় সমিতির পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে শেরপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে স্থানীয় সরকারের উপ-পরিচালক উপসচিব এ.টি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র ও কাকলি সমবায় সমতির সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছানোয়ার হোসেন। অন্যান্য উপজেলাতেও সমবায় দিবস পালিত হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল