নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের চট্টগ্রাম রোড এলাকা থেকে রবিবার সন্ধ্যায় ১২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে র্যাব। আজ সোমবার দুপুরে র্যাব-১১'র মিডিয়া কর্মকর্তা এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মোছা. রোজী আক্তার (৩৫) ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল থানাধীন বেড়াতলী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী এবং অপর আসামি হাসি আক্তার খুশী (২৭) ময়মনসিংহের ধোবাউড়া থানাধীন আনন্দপুর এলাকার কাজী শাহ আলমের স্ত্রী।
এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, দীর্ঘদিন ধরে তারা গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির