রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ইস্রাফিল সরদার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এই র্ঘটনা ঘটে। সে ওই গ্রাামের সৌদি আবর প্রবাসী কনক সরদারের ছেলে।
ইস্রাফিলের চাচা মো. রাশেদুল ইসলাম রুবেল জানান, বেলা ১২ টার দিকে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় ইস্রাফিল। কিছুক্ষণ পর তার মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ১টার দিকে পুকুরের পানিতে ইস্রাফিলের মরদেহ ভাসেত দেখা যায়। পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম