২৬ নভেম্বর, ২০২১ ১৯:৫০

নাটোরে স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় বিচার দাবি

অনলাইন ডেস্ক

নাটোরে স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় বিচার দাবি

এসিড নিক্ষেপের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন।

নাটোরে সানজিদা আক্তার বীনা নামে এক স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লালমনিপুর গ্রামে এলাকাবাসী এই আয়োজন করে।

এসময় বক্তারা দোষীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজার দাবি জানান। কোনোভাবেই যেন এই অপরাধের সাথে জড়িতরা ছাড় না পায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক নজর রাখার আহ্বান জানানো হয়।

এসিড সন্ত্রাসের শিকার বীনার বাবা নুরুল ইসলাম বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বলেন, মেয়ের এই চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না। মেয়ের চিকিৎসা ব্যয় ও এইচএসসি পরীক্ষা দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত রবিবার নাটোরের লালমনিপুর গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া হয় এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বীনাকে। বর্তমানে সে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছে। তার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে। মুখ-মণ্ডলে সৃষ্টি হয়েছে ক্ষত।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর