নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে মো. নাঈম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার মাধবপুর পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নাঈমের বাবা মো. নজরুল ইসলাম বলেন, আজ দুপুর সোয়া ১টার দিকে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় নাঈম। একপর্যায়ে পানিতে ডুবে গেলে তার বন্ধুরা বাড়িতে খবর দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাকিলা পারভিন কনা বলেন, পানিতে ডুবে নাঈমের মৃত্যু হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        