নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছরা ও সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে চলে প্রতীক বরাদ্দ কার্যক্রম।
পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদত হোসেন। আর বাহারছরা ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বাহারছরা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা পছন্দের প্রতীক বরাদ্দ নিয়েই প্রচারণায় নেমে পড়েন।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, টেকনাফ পৌরসভায় মেয়র এবং চারজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তারা হলেন-মেয়র পদে বর্তমান মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত হাজী মো. ইসলাম, সাধারণ কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবদুল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাওলানা মুজিবুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মনিরুজ্জামান। বাছাইয়ে বাতিল ও প্রার্থিতা প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের পর বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা পৌরসভার সংরক্ষিত ৩টি আসনের মোট ১০ জন প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন। সংরক্ষিত ১ নম্বর আসনে চারজন রুবিনা আক্তার (আনারস), কুহিনুর আক্তার (জবা ফুল), ফিরোজা বেগম (টেলিফোন) ও ইয়াসমিন আক্তার (চশমা)। সংরক্ষিত ২ নম্বর আসনে চারজন শামিমা আক্তার (জবা ফুল), জোসনা আক্তার (চশমা), লিলি আক্তার (টেলিফোন) ও দিলরুবা খানম (আনারস)। সংরক্ষিত ৩ নম্বর আসনে দুজন নাজমা আলম (আনারস), আরেফা বেগম (টেলিফোন)।
সাধারণ ১ নম্বর ওয়ার্ডে দুজন দিল মোহাম্মদ (উটপাখি), শাহ আলম মিয়া (ডালিম)। সাধারণ ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন মো. আবু হারেছ (উটপাখি), এনামুল হাসান (পাঞ্জাবী), সাইফুদ্দিন মোহাম্মদ মামুন (ডালিম), মো. আয়ুব (টেবিল ল্যাম্প), মো. ওয়াজ করিম (পানির বেতল)। সাধারণ ৪ নম্বর ওয়ার্ডে ছয়জন হাছান আহমদ (পাঞ্জাবী), ইমান শরীফ (টেবিল ল্যাম্প), হোসেন আহমদ (ব্ল্যাক বোর্ড), মো. তারেক (পানির বোতল), মোবারক (উটপাখি), আবদুর রহিম মুন্না (ডালিম)। সাধারণ ৫ নম্বর ওয়ার্ডে পাঁচজন ছৈয়দুল ইসলাম (ডালিম), নুরুল হোসাইন (উটপাখি), একেএম মঞ্জুরুল করিম (পাঞ্জাবী), রেজাউল করিম (পানির বোতল), ছৈয়দ আলম (ব্ল্যাক বোর্ড)। সাধারণ ৯ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ (পাঞ্জাবী), নুরুল বশর (উটপাখি)। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২০ জন।
এছাড়া বাহারছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে এক নারীসহ ১৩ জন। আমজাদ হোসেন (মোটরসাইকেল), মোহাম্মদ ইসলাম (রজনীগন্ধা), জাফরুল ইসলাম (ঘোড়া), ওমর ফারুক (হাতপাখা), আবদুর রহমান (টেলিফোন), আজিজ উদ্দিন (নৌকা), মোক্তার আহমদ (অটোরিকশা), মো. রফিকুল্লাহ (টেবিল ফ্যান), মো. সিকান্দর (দুটি পাতা), হাসিনা আক্তার (চশমা), হোছন আহমদ (আনারস), জসিম উদ্দিন (লাঙ্গল), হেলাল উদ্দিন (ঢোল)। সংরক্ষিত ১ নম্বর আসনে ছয়জন-জুহুরা বেগম (হেলিকপ্টার), আনোয়ারা বেগম (মাইক), জাহেদা বেগম (বই), জহুরা বেগম (তালগাছ), রেহেনা আক্তার (সূর্যমুখী ফুল) ও আরেফা আক্তার (কলম)।
সংরক্ষিত ২ নম্বর আসনে আটজন-খুরশিদা বেগম (মাইক), মুবিনা খাতুন (বক), আনোয়ারা বেগম (কলম), শাকেরা আক্তার (তালগাছ), শাহেনা আক্তার (জিরাফ), আমিনা খাতুন (বই), শামশুন্নাহার (হেলিকপ্টার), মুর্শিদা আক্তার (সূর্যমুখী ফুল)। সংরক্ষিত ৩ নম্বর আসনে ছয়জন-রহিমা আক্তার (বই), তসলিমা আক্তার (তালগাছ), খালেদা বেগম (ক্যামেরা), আমিনা খাতুন (হেলিকপ্টার), সুফিয়া বেগম (মাইক), ফেরদৌস বেগম (কলম)।
সাধারণ ১ নম্বর ওয়ার্ডে ৯ জন-আবদুল মালেক (টর্চলাইট), মো. ইউনুচ (ঘুড়ি), শাহ আলম (টিউবওয়েল), রাসেল উদ্দিন (ফুটবল), আবদুল হক (মোরগ), দেলোয়ার হোছাইন (ভ্যানগাড়ি), মো. সিরাজুল হক (আপেল), হামিদ হোছন (বৈদ্যুতিক পাখা), জিয়া উদ্দিন (তালা)। সাধারণ ২ নম্বর ওয়ার্ডে আটজন-শফিউল কাদের (ফুটবল), ফজল কাদের (ভ্যানগাড়ি), আবদুল গফুর (টিউবওয়েল), মো. ইলিয়াছ (তালা), জিয়াউর রহমান জিয়া (টর্চ লাইট), মোবারক হোসেন (বৈদ্যুতিক পাখা), নুরুদ্দিন (মোরগ), ছালামত উল্লাহ (ক্রিকেট ব্যাট)। সাধারণ ৩ নম্বর ওয়ার্ডে ১ নারীসহ আটজন-শফি উল্লাহ (তালা), সোনা আলী (টিউবওয়েল), আমান উল্লাহ (লাটিম), ছৈয়দ আহমদ (বৈদ্যুতিক পাখা), শামসুল আলম (আপেল), সুমাইয়া ইয়াসমীন (ঘুড়ি), আবু ছৈয়দ (ফুটবল) ও ছৈয়দ উল্লাহ (মোরগ)।
সাধারণ ৪ নম্বর ওয়ার্ডে পাঁচজন-এনাম উল্লাহ (টিউবওয়েল), হাফেজ আহমদ (মোরগ), আনোয়ারুল ইসলাম (ফুটবল), আবদুল করিম (বৈদ্যুতিক পাখা), শফি উল্লাহ (তালা)। সাধারণ ৫ নম্বর ওয়ার্ডে ছয়জন-হুমায়ুন কাদের (তালা), ইলিয়াছ হেলালী (মোরগ), শওকত রশিদ (ফুটবল), জাকের উল্লাহ (টিউবওয়েল), ফজলুল কাদের (ক্রিকেটব্যাট), নুরুল আবসার (আপেল)।
সাধারণ ৬ নম্বর ওয়ার্ডে আটজন-আবুল কাসেম (মোরগ), নুর উদ্দিন (তালা), মো. রফিক (ফুটবল), ইরফান আহমদ (টিউবওয়েল), ইসমত তোহা বাবু (ঘুড়ি), নুরুল আমিন (আপেল), ছলিম উল্লাহ (ক্রিকেট ব্যাট), জিয়াউর রহমান (বৈদ্যুতিক পাখা)।
সাধারণ ৭ নম্বর ওয়ার্ডে ৬ জন, ফরিদ উল্লাহ (তালা), হামিদ হোছন (আপেল), আবদুল আমিন (টিউবওয়েল), আলী মিয়া (ক্রিকেটব্যাট), আবদুল আজিজ (মোরগ), বেলাল উদ্দিন (ফুটবল)। সাধারণ ৮ নম্বর ওয়ার্ডে ৭ জন-ছৈয়দ হোছাইন (লাটিম), নুরুল ইসলাম (তালা), আবদুল্লাহ (ক্রিকেট ব্যাট), রফিকুল ইসলাম (টিউবওয়েল), আবদুল মজিদ (ঘুড়ি), মুজিব উল্লাহ (আপেল), মোহাম্মদ আবদুল্লাহ (ফুটবল)।
সাধারণ ৯ নম্বর ওয়ার্ডে এক নারীসহ আটজন-হোছাইন আলী (ফুটবল), আবদুর রহমান (আপেল), মীর কাসেম (মোরগ), মো. ইলিয়াস (ঘুড়ি), রেজাউল করিম (লাটিম), জাহেদা আক্তার (বৈদ্যুতিক পাখা), আমির হোছাইন (টিউবওয়েল), ফরিদুল ইসলাম (তালা)। সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ আগেই সম্পন্ন হলেও দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে ভোটগ্রহণ কর্মকর্তারা সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত সমস্যায় আগের তফসিলে ভোটগ্রহণ করা হয়নি। টেকনাফ পৌরসভা ও বাহারছরা ইউনিয়নের সাথেই আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই