বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাউবির ট্রেজারার এবং শুদ্ধাচার ও সুশাসন কমিটির সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে বাউবির বিভিন্ন স্কুলের ডীন, পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়া বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালকগণ ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ অনলাইনে জুমের মাধ্যমে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
কমিটির সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামাল বলেন, আগামীর জন্য একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসনের মৌলিক সমানাধিকার, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সাম্য ও সুবিচার নিশ্চিত করার লক্ষে রাষ্ট্রের কাঠামোকে শক্তিশালী করতে নিজের প্রতিষ্ঠানে আগে শুদ্ধাচার, সুশাসন ও নিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি দমন, সুশাসন ও শুদ্ধাচারের মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বাউবি এগিয়ে যাবে।
অন্যদিকে, বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সেমিনার হলে বাউবির বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের কর্মপরিকল্পনা উপস্থাপনের জন্য দিনব্যাপী এপিএ কর্ম পরিকল্পনা চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালা বাউবির ট্রেজারার এবং উক্ত কর্মশালার সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠি হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলম, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন অধ্যাপক ডা. সরকার মো. নোমান এবং স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক ড. মো. শাহ আলম সরকার। কর্মশালায় বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্র থেকে পঁয়ত্রিশ জন এপিএ প্রতিনিধি অংশ নেন।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানান।
বিডি প্রতিদিন/এএ