জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের রুহুল আমিন নগরে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সদস্য সচিব ও দৌহিত্র সোহেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেয়ে নুর জাহান, ফাতেমা বেগম, বীর মুক্তিযোদ্ধো গোলাম মাওলা, আবু ইফসুফ। পরে বিশেষ দোয়া ও দুস্থদের খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাগপাঁচড়া গ্রামে ১৯৩৪ সালে রুহুল আমিনের জন্ম। মুক্তিযুদ্ধের গোটা সময় তিনি জীবন বাজি রেখে লড়েছেন শত্রুদের বিরুদ্ধে। চূড়ান্ত বিজয়ের মাত্র ৬ দিন পূর্বে আজকের এইদিনে খুলনার রুপসায় শাহাদাত বরণ করেন এ বীরযোদ্ধা। তার সম্মানে সরকার বাগপাঁচড়া গ্রামকে রুহুল আমিন নগর নামে নামকরণ করেন। এছাড়া এ বীরের অবদানকে স্মরনীয় করে রাখার লক্ষে তার জন্মস্থানে ২০০৮ সালে শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল