দিনাজপুরে আগুন লেগে পুড়ে ছাই কৃষকের ১২ বিঘা জমির সুগন্ধি ধান। আগুন লাগার কারণ কেউ সঠিকভাবে বলতে না পারলেও ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে কেউ আগুন দিয়ে থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ।
বুধবার বিকালে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির বড়ইল গ্রামে এই ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যায় বড়ইল গ্রামের এলাকার দিলীপ রায়ের আট বিঘা, রনজিত রায়ের দুই বিঘা ও জলধর রায়ের দুই বিঘা জমির সুগন্ধি ধান।
চেহেলগাজী ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার আমির আলী জানান, বিকালে বাড়ির পাশে ফসলের মাঠ থেকে এনে গাদা করে রাখা সুগন্ধি জাতের কাঠালি ভোগ ধানের তিনটি স্তুপে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। এ সময় তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ধানের গাদাগুলো পুড়ে যায়। এতে ১২ বিঘা জমির সুগন্ধি ধান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জলধর রায় বলেন, কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। তবে শুনেছি দুই ছেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।
এদিকে, দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, প্রাথমিকভাবে সিগারেটের আগুনে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম