বগুড়ার শাহাজাহানপুরে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। তার নাম শেখ সিফাতুল্লাহ (১৬)।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনের ১১টার দিকে উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাতুল্লাহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্র এবং সিরজাগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ওয়াহেদুজ্জামানের ছেলে। তবে পরিবারসহ তারা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।
তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোহাম্মাদ হাসান (২০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।
এসআই আরিফুল আরও জানান, নিহত সিফাতুল্লাহ হাসানকে সাথে নিয়ে মোটরসাইকেল করে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী যাত্রবাহী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সিফাতুল্লাহর মৃত্যু হয়। বাসটি ঘটনাস্থল থেকে দ্র্যুত ত্যাগ করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিফাতুল্লাহর লাশ হাইওয়ে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম