কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় তিস্তা নদীর তীব্র ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদী শাসনের দাবিতে মানববন্ধন পালন করেছে ভাঙন কবলিত এলাকার মানুষজন। রবিবার দুপুরে সাতালস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নদীপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ওই এলাকার নারী,শিশু ও স্থানীয়রাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বজরা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা,প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,সহকারি শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহা প্রমুখ।
বক্তারা এসময় জানান, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায় এবং এলাকাবাসী বন্যায় কবলিত হয়ে পড়েন। এরপর ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না করলে সামনের বর্ষা মৌসুমে নদীভাঙন তীব্র আকার ধারণ করে বিলিন হবে নতুন নতুন এলাকা। তাই শুকনো মৌসুমেই বাঁধ সংস্কারসহ নদী শাসনের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/হিমেল