ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘ভাষা আন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সাংবাদিক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল , সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ কবি মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আসলাম হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউসার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, দেবদাস সিংহ রায় ও সঞ্জীব কুমার দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৪৭ সালে তমুদ্দন মজলিস ও মুসলিম ছাত্রলীগের যুক্ত কমিটির আহবানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ২১ ডিসেম্বর তৎকালীন সরাইল থানা প্রাথমিক শিক্ষক সমিতি তাদের এক সভায় বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৯৪৮ সালের ৫ জানুয়ারি ভারতের আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ের খবরটি প্রকাশিত হয়েছিল। এটা সরাইলের জন্য এক গৌরবের বিষয়।
সভায় কোরআন তিলাওয়াত করেন জামাল হোসেন, গীতাপাঠ করেন দীপা ওয়াস্তি এবং জাতীয় সংগীত পরিবেশন করেন ত্রিতাল সংগীত নিকেতন।
বিডি প্রতিদিন/এমআই