চতুর্থ ধাপে আজ রবিবার নওগাঁর তিন উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলার আত্রাই উপজেলার ৮টি ইউনিয়ন, ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, এ তিন উপজেলার ২৪২টি ভোট কেন্দ্রের ১ হাজার ৫৪০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন, ধামইরহাটের ধামইরহাট সদর ও উমার এবং মহাদেবপুরের মহাদেবপুর সদর এই ৪টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। আর বাকি ২২টি ইউনিয়নে যথারীতি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
তিনি আরও জানান, আত্রাইয়ে মোট ভোটার ১ লাখ ৬০ হাজার ১২১জন, ধামইরহাটে ১ লাখ ৩৮ হাজার ৪১৮জন এবং মহাদেবপুরে ২ লাখ ৩৭ হাজার ৫৬৭জন। আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৩৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯১জন এবং সাধারণ সদস্য পদে ৩১৮জন। ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৩জন ও সাধারণ সদস্য পদে ২৯৯জন এবং মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২২জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, আগের মতোই এ তিন উপজেলায় দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রতি কেন্দ্রে ৪জন পুলিশ সদস্যের সঙ্গে ২২-২৪জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম এবং প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স টহলরত রয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সাদা পোশাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত দিচ্ছে। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হওয়ার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ