রংপুর মেট্র্রোপলিটন পুলিশ ৬০০ পিস ইয়বাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে নগরীর কামালকাছনা মায়ামহি সড়কের একটি ভাড়া বাসা থেকে দুই নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, নগরীর কেরানীপাড়া এলাকার তানভির রহমান ওরফে তন্ময় (৩২), একই এলাকার শাহনাজ পারভিন (২৮) ও তারাগঞ্জ উপজেলার স্মৃতি বেগম (২৫)।
মেট্রোপলিটন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া ) সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম