গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি হলেন, কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আতাউর রহমান(২৬)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা বোর্ডঘর এলাকায় সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেলে করে আতাউর রহমান মির্জাপুর থেকে বাড়ি যাওয়ার পথে মিক্সার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে সেটি হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/কালাম