বগুড়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাশেদুল শেখ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে কাহালু থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাশেদুল দুপচাঁচিয়া উপজেলার ধাপশুকানগাড়ি এলাকার শাহজাহান শেখের ছেলে।
গত ২১ ডিসেম্বর খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে রাশেদুল। ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় সে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাহালু থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা