১৯ জানুয়ারি, ২০২২ ২০:২৩

ফরিদপুর চিনিকলে খামার দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর চিনিকলে খামার দিবস পালিত

ফরিদপুর চিনিকলে খামার দিবস পালিত।

মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে আখ চাষিদের নিয়ে খামার দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে মিলসগেট সাবজোনের ১৪ নম্বর ইউনিটে আড়কান্দি বটতলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২১-২০২২ মাড়াই মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ২০২১-২০২২ মৌসুমে আখের উন্নত প্রযুক্তি মাঠে বিস্তারের লক্ষ্যে খামার দিবসের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা।

মহা-ব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিসউজ্জামানের সভাপতিত্বে ও ডিজিএম (সম্প্র) প্রবীর মল্লিকের সঞ্চালনায় খামার দিবসে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল বসু, বিশিষ্ট আখচাষি মোতালেব ফকির, সৈয়দ এটিএম মাসউদ, মো. নজরুল ইসলাম, ওহিদুজ্জামান বাবলু, আব্দুল হাই বাশী ও শাহজাহান খান প্রমুখ।

খামার দিবসে মহা-ব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মুহম্মদ মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপক (ঋণ) ইমরুল হাসান, উপ-ব্যস্থাপক (সিপি) কানিজ ফাতেমা রোকসানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমান, শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের আখচাষি, আখচাষি নেতৃবৃন্দ ও চিনিকলের কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর