ভোলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ সোমবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান ও দোয়া মোনাতাজ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচারের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী। এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানোসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ