ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের ব্যানারে সোমবার বেলা ১২টার দিকে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ রফিক সড়কে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মো. রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম।
বিডি প্রতিদিন/এএ